Categories
খেলা

প্রথম টেস্টে ভারত কিছুটা স্বস্তিতে*

৮/১২/১৮,ওয়েবডেস্কঃঅস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারত প্রথম টেস্টে তৃতীয় দিনে কিছুটা স্বস্তিতে। টসে জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও ব্যাটিং ভরাডুবির মধ্যে পূজারার শতরান ভারত কে কিছুটা লড়াই করার জায়গায় করে দেয়। প্রথম ইনিংসে ২৫০ রানে All Out হয়ে যায়।ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন পূজারা(১২৩)। জবাবে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ২৩৫ রানে All Out হয়ে যায়।অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন হেড(৭২)। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ টি উইকেট নেন অশ্বিন ও বুমরাহ যৌথ ভাবে।অপরদিকে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ টি উইকেট নেন হাজেলউড।তৃতীয় দিনের খেলা আপাতত বৃষ্টির কারণে বন্ধ আছে।

73

Leave a Reply