Categories
জেলা

বিস্ফোরনে ক্ষতিগ্রস্ত ঝিটকিয়া মসজিদ পরিদর্শনে বিধায়ক ভিক্টর।

৩/১২/১৮,ওয়েবডেস্ক,চাকুলিয়া: বিস্ফোরণ হওয়া মসজিদ পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। প্রসঙ্গক্রমে উল্লেখ থাকে যে গত শুক্রবার রাত ১২ টা নাগাদ হটাৎ বিস্ফোরণের আওয়াজ শুনতে পান স্থানীয় লোকজন।তারাই প্রশাসনকে খবর দেন। উক্ত স্থান পরিদর্শন করে বিধায়ক প্রশাসনের কাছে দোষীদের গ্রেপ্তারের দাবি করেন । দাবি না মানা হলে আগামী শুক্র বার এলাকার শান্তি রক্ষার স্বার্থে সকল ধর্মের মানুষ কে সঙ্গে নিয়ে অনির্দিষ্ট কালের জন্য ৩১ নং জাতীয় সড়ক অবরোধেরও হুমকি দেন বিধায়ক।

91

Leave a Reply