Categories
রায়গঞ্জ

রায়গঞ্জে আবার পথ দুর্ঘটনা।মৃত ১

২৭/১১/১৮,ওয়েবডেস্কঃ রায়গঞ্জ থেকে দুর্গাপুর গামী একটি বাইকের সাথে এপসি আই মোড়ের কাছে ইয়াম্মা শরুমের খুব কাছেই উল্টোদিক থেকে আসা বোলারো গাড়ির মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী ঘটনা স্থলেই মারা যান অজয় (৩০)।এবং বাইক চালককে(পার্থ) উদ্ধার করে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। ঘটনা ঘটার পর দীর্ঘ সময় মৃতদেহ পড়ে থাকলে স্থানীয় মানুষজন পথ অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে দুর্ঘটনা গ্রস্থ বাইক থানায় ও মৃতদেহকে রায়গঞ্জ মর্গে পাঠিয়ে দেয়। এই ঘটনার জন্য ৩৪নং জাতীয় সড়ক দীর্ঘ সময় অবরোধ করে রাখে। এখানে উল্লেখ্য কয়েকদিন আগেই রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে বাইক দুর্ঘটনায় মারা যায় মুসলেমা খাতুন নামে এক স্কুল ছাত্রী।

192

Leave a Reply