Categories
আশেপাশের খবর

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সর্বভারতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথম কালিয়াগঞ্জের অদ্রিজা

২৬/১১/১৮,ওয়েবডেস্কঃ শারীরিক প্রতিবন্ধকতা কখনই উজ্জ্বল ভবিষ্যতের পথে বাধা হয়ে দাড়াতে পারেনা আর এই কথাটাই প্রমান করেদিলো কালিয়াগঞ্জের ছোট্ট মেয়ে অদ্রিজা। শারীরিক প্রতিবন্ধকতা তার উজ্জ্বল ভবিষ্যতকে কোনো ভাবেই প্রভাবিত করেনি। তার অদম্য জেদ ও অধ্যাবসায় তাকে সর্বভারতীয় নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান এনে দিয়েছে। আজ অদ্রিজার জন্য কালিয়াগঞ্জ তথা গোটা বাংলার মুখ উজ্জ্বল হয়েছে। অন্য দিকে এই খুদে শিল্পীর খবর জানার পরই এস এফ আই ও ডি ওয়াই এপ আই এর সদস্যরা অদ্রিজার সাথে দেখা করে তাকে সম্বর্ধনা প্রদান করে।

132

Leave a Reply