Categories
জেলা

তিন দফা দাবি নিয়ে ইসলামপুর SDO কে SFI এর ডেপুটেশন

১৯/১১/১৮,ওয়েবডেস্ক,মুতাহার কামাল:-সোমবার ইসলামপুর এসডিও অফিসে উত্তর দিনাজপুর এসএফআই জেলা কমিটির পক্ষ থেকে তিন দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। এদিন বেলা ১১.৩০ মিনিট নাগাত এস এফ আই উত্তর দিনাজপুর জেলা কমিটির সভাপতি শুভঙ্কর কর্মকার, জেলা কমিটির অন্যতম সদস্য বিপ্লব দাস, শুভদীপ বিশ্বাস, ও ইসলামপুর শহর লোকাল কমিটির সম্পাদক কনক রঞ্জন সরকার উক্ত শ্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মূলত শিক্ষা ব্যবস্থার পঠন পাঠন ও বিদ্যালয়ের পোশাক পরিচ্ছেদের উন্নয়ন এবং বিদ্যালয় গুলিতে শিক্ষকের অভাব পুরোন নিয়ে এদিনের ডেপুটেশন কর্মসূচিটি মহকুমা শাসককে দেওয়া হয় বলে জানা যায়।

131

Leave a Reply