১৮/১১/১৮,কুলিক রোববারঃ
তৈলচিত্র
তুহিন কুমার চন্দ
টেকো মাথায় চুল গজাবে,
এমন তেলের গুণ,
হাটের থেকে কিনে দিলেন
প্রণবেন্দু গুণ।
নিলাম কিনে, রাত্রিদিনে
দুই তিনবার মাখি,
তেলের শিশি শোবার ঘরে
যত্ন করে রাখি।
কদিন পরে সত্যি মাথায়
চুলের আনাগোনা,
তেল নয়কো সত্যিকারের
যেন তরল সোনা।
এইতো সেদিন সকালবেলায়
মাখতে গিয়ে তেল,
হায় হায় হায় একটিও নেই
মাথাটাই কদবেল।