Categories
জেলা

দাড়িভিট সহ কয়েক দফা দাবিতে মহকুমা শাসকে স্মারকলিপি দিল DYFI

১৫/১১/১৮,ওয়েবডেস্ক,মুতাহার কামাল : ইসলামপুর নামের বিকৃত বা ভুল ব্যবহার ও প্রচার যারা করবে তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দারিভিট হাই স্কুলের পড়ুয়াদের পঠন পাঠনের মানোন্নয়ন ,শিক্ষার উপযুক্ত পরিবেশ গঠন ও পরিকাঠামো উন্নয়নের নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বুধবার সংশ্লিষ্ট দুটি দাবিকে সামনে রেখে ইসলামপুরের মহকুমা শাসক মনীশ মিশ্রকে স্মারকলিপি দিল ডি ওয়াই এফ আই এর উত্তর দিনাজপুর জেলা কমিটি। কমিটির সভাপতি গৌতম বর্মন জানান, অবিলম্বে দাবি পূরণের বিষয়টি মহকুমা শাসকের কাছে তুলে ধরা হয়েছে। মহকুমা শাসক বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন।

91

Leave a Reply