Categories
প্রথম পাতা

বিবাহ বহির্ভূত সম্পর্ক খুন তিন সন্তানের মা

স্বামীর বিবাহ বহির্ভুত সম্পর্ক থাকায় প্রতিবাদ করায় স্বামীর হতে খুন হলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্থিতে। মৃতা নাম আসমুদা বিবির (৩৮) অভিযুক্ত স্বামী পলাতক। আসমুদা বিবির বাপের বাড়ির আত্মীয়দের অভিযোগ আসমুদা বিবির স্বামী শাহজুদ্দিন লস্কর বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তাতেই আপত্তি জানান আসমুদা। সেই আক্রোশেই আসমুদাকে খুন করেছে শাহজুদ্দিন। বুধবার সকালে বন্ধ ঘর থেকে আসমুদার মৃতদেহ
উদ্ধার হয়। আসমুদা ও শাহজুদ্দিন লস্করের ৩টি সন্তান আছে
উস্থি থানার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ।

86

Leave a Reply