Categories
জেলা

বেরোল না সমাধান সূত্র: অচলাবস্থা দাঁড়িভিটে

৩০/১০/১৮,ওয়েবডেস্কঃ দাঁড়িভিট কান্ড, যা নাড়িয়ে দিয়েছে রাজ্য রাজনীতিকে। যার কারনে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করা শিক্ষকদের পুনরায় কাউন্সিলিং করাতে বাধ্য হচ্ছে। আজ সেই দাঁড়িভিট স্কুলে প্রশাসনের আধিকারিক , বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহঃ শিক্ষক, পরিচালন সমিতির সাথে আলোচনায় বসে গ্রামবাসীরা। যদিও এই আলোচনার জন্য স্কুলের গেট খোলার সাহস দেখাতে পারেনি প্রশাসন বা স্কুল কর্তৃপক্ষ কেউ।বৈঠক হয় স্কুলের খোলা মাঠে। এই আলোচনায় প্রশাসনের তরফ থেকে উপস্থিত ছিলেন বিডিও শতদল দত্ত, জয়েন বিডিও, ডিআই সুজিত মাইতি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নিহত তাপস রাজেশের মা ও তাদের পরিবার সহ গ্রামবাসীরা।আলোচনা চলাকালীন সময় একগ্রামবাসী আধিকারিক দের সামনেই প্রধান শিক্ষক অভিক কুন্ডুকে থাপ্পড় মারে। গ্রামবাসীরা আধিকারিক দের সামনে দুটো দাবি রাখে। এক, সেদিনের ঘটনার CBI তদন্ত। দুই, গ্রেপ্তার হওয়া আটজনকে নিঃশর্ত মুক্তি। যদিও আধিকারিকরা জানিয়েছেন তাদের পক্ষে এই দাবি গুলো মানা সম্ভব নয়। তবে গ্রামবাসীদের দাবি গুলোর কথা তারা উপর মহলে জানানো হবে বলে জানিয়েছেন।

আজ এই আলোচনার পূর্বে উর্দিধারী পুলিশ,র্্যাফ, সিভিক পুলিশ স্কুল থেকে ৮০০ মিটার দূরে উপস্থিত ছিলো। সাময়িক উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গ্রাম ঢুকতে গেলে পরিস্থিতি কিছুটা বেগতিক হলে পুলিশ গ্রামের বাইরেই থেকে যায়।

আলোচনার শেষে কোনো সমাধান সূত্র আজও বেরিয়ে আসেনি।

77

Leave a Reply