Categories
কুলিক রোববার

ছেলেবেলার গল্পগুলো

২৮/১০/১৮,কুলিক রোববারঃ

ছেলেবেলার গল্পগুলো

তুহিন কুমার চন্দ।

দুপুরবেলায় মা ঘুমোতে
যখন ওঠেন খাটে,
ঠিক তখনই আমরা সবাই
ছুট্টে যেতাম মাঠে।

মাঠ কি ওটা,মাঠ ঠিক নয়
ব্রহ্মপুত্র চড়া,
কাঠফাঁটা রোদ তপ্ত বালিতে
পায়ে পরে যেত কড়া।

পাখির ডিমকে ছিনিয়ে এনেছি
গাছ থেকে কোনমতে,
গঞ্জ থেকে যে বাবা ফিরছেন
দেখা হতো মাঝপথে।

কাঁচের গুলিরা দু’পকেট থেকে-
ধরা দেবে নাকি শেষে,
হাতটা ঢুকিয়ে চেপে ধরি জোর
শব্দরা চুপ বসে।

মাটি ফেটে গেছে তালবাগানের চারপাশ ঝোপঝাড়,
দুষ্টু টুনির ডিম পরে থাকে
বাবুইয়ের বাসা আর।

কতোনা গড়েছি নদীর চরাতে
মসজিদ মন্দির,
কতোনা ভেঙ্গেছি পাখির বসতি
ঝগড়া ও সন্ধির।

ধুতি ও কাপড়ে প্যান্ডেল করে
পিকনিক আয়োজনে ,
ডিম ভাত দিয়ে সেকি মজা হতো
আজো তা আছে যে মনে।

বৃষ্টির দিনে কাগজে গড়েছি
ভাসিয়েছি কত নাও,
কুলের আচার-আমসত্ত্ব,
গোপনে নিয়েছি তাও।

স্কুলের ছুটি শেষ হতো যেই
কষ্ট পেয়েছি মনে,
সেই ফেলে আসা ছোটবেলাখানি
মনে নেই কত সনে।

ঝড়ের সকালে আমবাগানের
আম কুড়নোর ধুম,
ভাবলেই মনে চোখে আসে জল,
নেমে আসে শুধু ঘুম।

189

Leave a Reply