Categories
অন্য খবর

মাত্র১২ বছর বয়সেই মাধ্যমিক দিতে চলেছে হাওড়ার সইফা

২৮/১০/১৮,ওয়েবডেস্ক: ইতিহাস সৃষ্টি করে মাত্র ১২ বছর বয়সে মাধ্যমিক দিতে চলেছে হাওড়ার সইফা খাতুন। মজার ব্যাপার হল, সইফা কোনওদিনই স্কুলে যায়নি। ঘরে বসেই পড়াশোনা করে এসেছে সে এতগুলো বছর। মাধ্যমিক পরীক্ষায় বসার ন্যূনতম বয়স ১৪ বছর। কিন্তু বাহ্যিক পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা দিতে পারার ব্যাপারে কৃতকার্য হতে গেলে যে পরীক্ষাটি দিতে হয়, তাতে সইফা অভাবনীয় ভালো ফল করেছে বলে জানান পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, সংশ্লিষ্ট পরীক্ষাটিতে৫২ শতাংশ নম্বর পেয়েছে সইফা।
শেষবার এত অল্পবয়সে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার নজির তৈরি হয়েছিল ১৯৯১ সালে।

80

Leave a Reply