Categories
জেলা

নিলামে বিকালো উত্তর দিনাজপুরের ভাঙা সেতু

২৪/১০/১৮,ওয়েবডেস্কঃনিলাম হয়ে গেল ব্রিটিশ আমলে তৈরি দোমোহনার ভাঙা সেতু। সেতুটি সম্প্রতি জাতীয় সড়ক কর্তৃপক্ষ থেকে নিলামে প্রায় ১০ লক্ষ টাকায় কিনে নিল কলকাতার এক ঠিকাদার সংস্থা। আগামী মাসেই ভাঙা সেতুর সহ অন্যান্য খুলে নিয়ে যাবে বলে জানা গেছে।
২০০৭ সালে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দোমোহনার এই বেলি ব্রীজটি ভেঙে যায়। ঘটনায় দুই জনের মারা যান। প্রায় ২০দিন ধরে উত্তর-পূর্ব ভারতের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তখনই যুদ্ধকালীন পরিস্থিতিতে ভাঙা সেতুর পাশে একটি অস্থায়ী সেতু তৈরি করা হয়।
রায়গঞ্জ ডালখোলা ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ফোর লেন তৈরির কাজ শুরু হবে বলে ভাঙা সেতুটি না সরালে নতুন করে সেতু তৈরি করা সম্ভব হবেনা। তাই ভাঙা সেতুটি নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছেন।

76

Leave a Reply