Categories
প্রথম পাতা

সাঁতরাগাছি জংশনে পদপিষ্ট হয়ে নিহত ২

ওয়েব ডেস্ক,২৩/৯/২০১৮:সাঁতরাগাছি জংশনে পদপিষ্ট হয়ে মারা গেলেন ২ যাত্রী। ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহতদের মধ্যে রয়েছে একটি শিশুও চার মহিলা।
প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যার ব্যস্ত সময়ে একই সঙ্গে দূরপাল্লার দুটি ট্রেন সাঁতরাগাছি স্টেশনে ঢুকে পড়ে। ফলে যাত্রীরা দ্রুত ট্রেন ধরতে যাওয়ার জন্য ছুটোছুটি শুরু করে। অনেকেই একসঙ্গে ২ ও ৩ নং প্ল্যাটফর্মের সংযোগকারী ফুটব্রিজে ওঠার চেষ্টা করেন। একসঙ্গে অনেক লোক উঠে যাওয়ায় পরিস্থিতি খারাপ হয়ে যায়। অনেক মানুষ হুড়োহুড়ি করছিলেন, সেইসময় পদপিষ্ট হন যাত্রীরা। ফুটব্রিজ দুলতে শুরু করলে অনেকে ব্রিজ নীচে লাফও দেন। ।ঘটনাস্থলে রেলপুলিশ
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

81

Leave a Reply