Categories
জেলা

করনদিঘী থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা

১৩/১০/১৮,ওয়েবডেস্ক,স্বপন পালঃউত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার উদ্যোগে ক্ষেত ও নদী উৎসব সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কর্নজোরায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘী থানার আইসি-পরিমল সাহা সহ – আর ও পুলিশ কমী । প্রতিযোগিতা অংশগ্রহণ করে ৩০ জন প্রতিযোগী।

75

Leave a Reply