Categories
আশেপাশের খবর

তর্পণ করতে গিয়ে তলিয়ে গেলেন অধ্যাপক

৮/১০/১৮,ওয়েবডেস্ক: আজ তর্পণ করতে গিয়ে গঙ্গাবক্ষে় তলিয়ে গেলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুবোধ যশ (৬৪)।
আজ মহালয়ার সকালে উত্তরপাড়া থানার বটতলায় গঙ্গার ঘাটে তর্পণ করতে নেমেছিলেন তিনি। গঙ্গার পিচ্ছিল মাটিতে পা হড়কে যায়৷ জোয়ারের তোড়ে ভেসে যান তিনি৷ তাঁর খোঁজে নামানো হয় ডুবুরি৷ অনেকটা দূরে গঙ্গা নীচে বালিতে মেলে দেহ৷ তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে । তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়েছে৷

68

Leave a Reply