Categories
প্রথম পাতা

আজ সারাটা দিন কাটুক বাপুর সাথে. . পর্ব ৩

২/১০/১৮,কুলিক ইনফোলাইনঃ

বাংলা কবিতায় মহাত্মা
কলমে
পুরুষোত্তম সিংহ

পর্ব ৩
প্রেমেন্দ্র মিত্রের ” তিনটি গুলি ” কবিতায় কবির অন্তর বিগলিত হৃদয় উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। যে মানুষ নিজের জীবনের সমগ্র অংশ জাতির জন্য উৎসর্গ করেছে ভারতবাসী তাঁকে বিনিময়ে দিল তিনটি গুলি উপহার। সেই গুলির শব্দ কবিকে ক্ষত বিক্ষত করেছে। সুকান্ত ভট্টাচার্যের “মহাত্মাজীর প্রতি ” কবিতায় পরাধীন ভারতবর্ষের ভয়ঙ্কর পরিস্থিতির কথা তুলে ধরেন। গান্ধীজিই যেন ভারতীয় জনগণকে নব পথের দিশা দেখিয়েছে। মানুষের মনে নবচেতনা সঞ্চারে গান্ধীই যেন নতুন আদর্শ-” তাইতো এখানে আজ ঘনিষ্ট স্বপ্নের কাছাকাছি / মনে হয় শুধু তোমারই মধ্যে আমরা বেঁচে আছি/ তোমাকে পেয়েছি অনেক মৃত্যু উত্তরণের শেষে/ তোমাকে গড়ব প্রাচীর, ধ্বংস – বিকীর্ণ এই দেশে”

121

Leave a Reply