Categories
জেলা

৮৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি কালিয়াগঞ্জের ফুট ব্রীজ উদ্বোধন করলেন সাংসদ সেলিম

২৪/০৯/১৮,ওয়েবডেস্কঃ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ মহঃ সেলিম আজ সকালে কালিয়াগঞ্জ স্টেশনে ফুট ব্রীজ উদ্বোধন করেন।সাংসদ তহবিলের ৮৫ লক্ষ টাকা ব্যয়ে এই ফুট ব্রীজটি তৈরি হয়।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহঃ সেলিম ছাড়াও কাটিহার ডিভিশনের ডিআরএম সি পি গুপ্তা, এডিআরএম ডিএল মিনা, কালিয়াগঞ্জ পুরসভার কাউন্সিলর গানেন্দ্র নাথ মজুমদার, সমাজসেবী দেবব্রত সরকার, মনোরঞ্জন পাটোয়ারী প্রমুখ।এদিন রাধিকাপুর কোলকাতা সকালের ট্রেন কবে থেকে চালু হবে সে বিষয়ে কাটিহার ডিভিশনের ডিআরএম সি পি গুপ্তা জানতে চাওয়া হলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।

এছাড়াও সাংসদ সেলিম আজ ৯২ লক্ষ টাকা ব্যয়ে তৈরি সূর্যকমল ফুট ব্রীজ টিও উদ্বোধন করেন।

85

Leave a Reply