Categories
প্রথম পাতা

ঠগস অব হিন্দোস্তানে খুদাবক্সের ভূমিকায় অমিতাভ

ওয়েব ডেস্ক,১৯/৯/২০১৮:লোগো টিজার প্রকাশের একদিন পরেই ‘ঠগস অব হিন্দুস্তান’-এর একটি ফার্স্ট লুক মোশন পোস্টার প্রকাশ করলেন আমির খান। ‘সবচেয়ে বড় ঠগ’ খুদবক্সের ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন।

সিনেমায় এক জলদস্যুর সাজে দেখা যাচ্ছে তাঁকে। সম্পূর্ণ ধাতব একটি পোশাকে, হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পেছনে উত্তাল সমুদ্র আর বড় একটি জ্বলন্ত জাহাজ।

এ বছরের মার্চে যোধপুরে শুটিং-এর সময় পিঠে আর কাঁধে মারাত্মক ব্যথা শুরু হয় অমিতাভ বচ্চনের। পরে ৭৫ বছর বয়সী এই অভিনেতাকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়। পরে জানা যায় অত্যধিক ভারি ঐ কস্ট্যিমের জন্যই তাঁর কাঁধে ব্যথা হচ্ছিল।বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘ঠগস অব হিন্দুস্তান’ একটি কাল্পনিক অ্যাডভেঞ্চার। যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমায় আরো আছেন আমির খান, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ প্রমুখ।

154

Leave a Reply