১৮/০৯/১৮,ওয়েবডেস্কঃ নির্বাচন কমিশন ও উত্তর দিনাজপুর জেলা শাসকের উদ্যোগে ও রায়গঞ্জ ব্লক প্রশাসনের সহযোগিতায় সোমবার বাহিন হাই স্কুলে ১৭ বছরের বেশি বয়সী ভবিষ্যতের ভোটারদের নিয়ে অনুষ্ঠিত হলো নির্বাচনী পাঠশালা। এদিন তাদের ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। কর্মশালাকে আকর্ষনীয় করে তুলতে বসে আঁকো ও ক্যুইজ প্রতিযোগিতা করা হয়। রায়গঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারীক শ্রী সুনিল রাহা রায় বলেন, নির্বাচনী পাঠশালা সফল করতে বসে আঁকো, ক্যুইজ ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করায় ছাত্র-ছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা হয়েছে।