৬/০৯/১৮,ওয়েবডেস্কঃঅবশেষে মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও এর সুপারিশে ও রাজ্যপাল এস এল নরসীমার সম্মতিতে ভেঙে দেয়া হলো তেলেঙ্গানা বিধানসভা।যদিও রাজ্যপাল পরবর্তী সাংবিধানিক পদক্ষেপ গ্রহণ না করা অবধি বিদায়ী মুখ্যমন্ত্রী ও তার ক্যাবিনেট র অন্যান্য সদস্যদের কেয়ার টেকার সরকার হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন ও এই অনুরোধে সাড়া দিয়েছেন চন্দ্রশেখর রাও সহ অন্যান্য সদস্যরা।বাইশ মিনিট ধরে চলা এই মিটিং এ এই সিদ্ধান্তই গৃহীত হয়।এই মিটিং এর শেষে চন্দ্রশেখর রাও এর গান পার্ক এ গিয়ে তেলেঙ্গানা শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদনের কথা আছে।তারপর তিনি তেলেঙ্গানা ভবনে ,দলীয় সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে তেলেঙ্গানা বিধানসভা ভেঙ্গে দেয়ার কারণ পর্যালোচনা করবেন,এবং দ্রুত পরবর্তি ভোট গ্রহণের দাবি জানাবেন।