Categories
জেলা

উত্তর দিনাজপুর জেলার নতুন পুলিশ সুপার হতে চলেছে সুমিত কুমার

১/০৮/১৮,ওয়েবডেস্কঃ উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার অনুপ জয়সওয়ালকে বদলি করে দেওয়া হলো। এবার ওনার জায়গায় নিয়ে আসা হচ্ছে ডিসি ট্রাফিক,কলকাতা সুমিত কুমারকে। ওনার জায়গায় পাঠানো হচ্ছে অনুপ জয়সওয়ালকে।

প্রসঙ্গত, অনুপ জয়সওয়ালকে বিগত মে মাসে প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের মৃত্যুর পর এই জেলার জেলা পুলিশ সুপার করা হয়।ওনার বদলি নিয়ে ইতিমধ্যেই জেলার বিভিন্ন মহলে কানাঘুষো শুরু হয়েছে। অনেকেই মনে করছে কোনো রাজনৈতিক রং না দেখে কঠোর হাতে দুস্কৃতি দমন করার জন্যই অসময়ে এই বদলি।

127

Leave a Reply