Categories
জেলা প্রথম পাতা

রায়গঞ্জ ডায়োসিসের নতুন বিশপ

ওয়েব ডেস্কঃ,রায়গঞ্জ,২৮/০৮/২০১৮:আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সংলগ্ন ছটপারুয়াতে খ্রীষ্টধর্মীদের এক বিশাল ধর্মীয় সমাবেশে রায়গঞ্জ ডায়োসিসের (ধর্মীয় জেলা) বিশপ পদে স্থলাভিষিক্ত হলেন রেভারেণ্ড বিশপ ফুলজেন্স অ্যালুসিয়াস তিগ্গা। পূর্ববর্তী বিশপ রেভারেন্ড বিশপ আলফানুজ ডিসুজার প্রয়াণের পর রায়গঞ্জ ডায়োসিসের বিশপ পদটি ফাঁকা ছিল।
রেভারেনড ফাদার তিগ্গার বিশপ স্থলাভিষেকের (Episcopal Ordination) সমাবেশে উপস্থিত হয়েছিলেন রায়গঞ্জ ডায়োসিসের তিনটি জেলা (মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর) সহ সমগ্র পশ্চিমবঙ্গ ও বিহারের প্রায় ১২ হাজার খ্রীষ্টধর্মানুরাগী ।


212

Leave a Reply