২৬/০৮/১৮,কুলিক রোববারঃ
শব্দ
শ্যামলী সেনগুপ্ত
নক্ষত্র বলতেই মনে পড়ে
মামাবাড়ির ছাদ
স্রোত উচ্চারণে চিত্রোৎপলার জল
ছুঁয়েযায় পায়ের গোছ,
অপ্রাপ্তবয়স্ক দু-চারটি শামুক
হাঁটুর ভাঁজে এসে
থমকে যায়,
খুঁজতে থাকে শব্দের উৎস
ওদিকে নাভিকুন্ড থেকে
জেগেওঠে ‘ওম্’
একটা ইকোয়েশন তৈরি হতে হতে
শব্দের ঘুঁটিগুলি
নড়ে ওঠে—
সমাধানের জন্য