মার্চ ৫, ২০১৯, ওয়েবডেস্ক : ইসলামপুর থানায় দুটি পৃথক দুর্ঘটনায় দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ইসলামপুরের বোরোটে মুশফিক আলম (৪০) নামে এক ব্যক্তি ইসলামপুর থেকে মশারি এবং
অন্যান্য জিনিস নিয়ে বাইকে করে নিজের গ্রাম কুল্লা, মজলিশপুর গ্রাম পঞ্চায়েতে ফিরছিলেন। একটি ছোট গাড়ি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যাযন। অপরদিকে ইসলামপুর থানার রামগঞ্জ বাসস্ট্যান্ডে মোহাম্মদ ভটুক(৫০) নামে এক ব্যক্তি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়। তাঁর বাড়ি নাওগছ, সুজালি গ্রাম পঞ্চায়েত এর মধ্যে পড়ে।