১৩/০১/২০১৯, মুতাহার কামাল : দাসপাড়া হাই স্কুল শিক্ষক টুপাই ঘোষ এর উদ্যোগে আজ চোপড়া ব্লক এর দেবীঝোরা টী এস্টেটে বই কাপড় খাতা
বিস্কুট দেওয়া হয় । তার পাশাপাশি পড়াশুনার সাথে সাথে খেলাধুলার কাজেও এলাকায় সুনাম অর্জনকারী চোপড়ার গর্ব অষ্টম শ্রেণীর “বীরাঙ্গনা ছাত্রী” রুপিয়া বেগাম’কেও আজ নবম শ্রেণীর বই দেওয়া হয় ।