মার্চ ২, ২০১৯, স্বপন পাল : উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার নাগর ব্রীজে পথদুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলো এক বাইক চালক সহ মারুতি গাড়িতে থাকা যাত্রীরা। দুর্ঘটনা়টি ঘটে সন্ধ্যা ৫ টা নাগাদ স্থানীয় মানুষজন বলেন , মারুতি ও চারচাকা হাতি গাড়িতে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়ির
মুখোমুখি সংঘর্ষে চারচাকা হাতি গাড়িটি উল্টে পাশ দিয়ে যাওয়া মোটরসাইকেলের উপরে পড়ে যায়। স্থানীয় মানুষজন ঘটনাস্থলে পৌঁছায় চারচাকা হাতি গাড়িটি চালক সহ গাড়িটিকে তোলে বের করা হয় মোটর সাইকেলটি , মোটর সাইকেল চালক সহ চারচাকা হাতি গাড়িটি চালক কে সুরক্ষিত ভাবে বের করে স্থানীয় মানুষজন , দুর্ঘটনায় মারুতি গাড়িটি করণদিঘী থানা দিক থেকে রায়গঞ্জ যাওয়ার পথে ,অপর দিক রায়গঞ্জ থানা থেকে করণদিঘী থানা দিকে আসছিলো ছোটো হাতি গাড়িটি , করণদিঘী থানার মধ্যে নাগর ব্রীজ কাছে দূর্ঘটনায়টি ঘটে , দুর্ঘটনা জেরে কিছুক্ষণ জন্য রাস্তা যান চলাচল থমকে যায় পরে সিভিক ভলেন্টিয়ার সহ স্থানীয় মানুষ জন সহযোগিতায় আবার যানচলাচল স্বাভাবিক হয়।