১৫/২/২০১৯, ওয়েবডেস্ক : স্বাধীন ভারতে কাশ্মীরে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা। সাক্ষী রইল পুলওয়ামার অবন্তীপুরা৷ সন্ত্রাসবাদীদের হামলায় এখনও পর্যন্ত শহীদ জওয়ানের সংখ্যা ৪৪।
গতকালের সন্ত্রাসবাদী হামলায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্জ্বলন ও মৌন মিছিল কর্মসূচী পালন করল উত্তর দিনাজপুর প্রেস ক্লাব।ক্ষুদিরাম মূর্তি পাদদেশ থেকে একটি মৌন মিছিল শহরের পথ পরিক্রমা করে বিদ্রোহী মোড়ের গান্ধীমূর্তির পাদদেশে পৌঁছায়। এই মিছিলে সমাজের সকল স্তরের মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।গান্ধী মূর্তির পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে প্রেস ক্লাবের এই কর্মসূচী শেষ হয়। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র বলেন, বীর জওয়ানদের প্রতি এটি আমাদের ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ্য। ভালো লাগছে রায়গঞ্জবাসী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেছেন।