5/1/2019, ওয়েবডেস্ক : দিনের বেলায় তিনি রাজমিস্ত্রির সহায়ক। রোজ সকাল সকাল তিনি বেরিয়ে পৌঁছে যান কোন নির্মীয়মান বহুতলে। শুরু হয় সারাদিনের ঘাম ঝরানো শ্রম। ইঁট-বালি বওয়া, মশলা মেখে রাজমিস্ত্রিকে যোগান দেওয়া। বাড়ি ফিরে তিনি কলম ধরেন। তখন তিনি অনুবাদক। কেরালা কুন্নুর জেলার মুঝাপ্পিলংগড় গ্রামের বাসিন্দা মহম্মদ শফি রীতিমতো এক ব্যস্ত অনুবাদক।
তিনি এই পর্যন্ত ১১টি উপন্যাস, ৪টি ছোটগল্প সংকলন ও প্রবন্ধ তামিল থেকে মালয়লম ভাষায় গত ১০ বছর ধরে অনুবাদ করেছেন। ৫৬ বছরের এই নির্মাণ শ্রমিক মালয়লম পত্রপত্রিকায় ছোটদের জন্য নিয়মিত লেখালেখি করেন। দশম শ্রেণীর পরীক্ষায়, অকৃতকার্য হয়ে, তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন।