২৪/১/১৯,ওয়েবডেস্ক,মুতাহার কামাল: বাইক চেকিং এর নামে যাত্রীদেরকে চরম ভাবে হয়রানি তথা হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।জনৈক সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে ইসলামপুর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সামনে প্রায় দিনই এ ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ। এমনকি বিভিন্ন গ্রামীন এলাকা থেকে বাইকে কিংবা টোটোতে করে আসা আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীরাও রেহাই পাচ্ছেন না। বাইক কিংবা টোটোর কাগজ পত্র ডিজহার নাম করে চালকদের থেকে চাবি রীতিমতন ছিনিয়ে নিয়ে যাত্রীদের নামিয়ে নানান ভাবে হেনস্থা করা হচ্ছে বলে আত্মীয়-পরিজনরা জানিয়েছেন। যার বিরুদ্ধে এই অভিযোগ উঠে এসেছে তিনি ইসলামপুর থানার কর্মরত একজন সিভিক ভলেন্টিয়ার। নাম পরিমল সরকার। শুধু যে চাবি কেড়ে নেওয়া বা বাইক কিংবা অটো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া তাও নয়,বরং তার কথার অবাধ্য হলে তিনি অশ্রাব্য ভাষায় গালাগাল করতেও ছাড়ছেন না বলেও অভিযোগ। নাটকীয় ভঙ্গিতে বাইক কিংবা টোটো থেকে চাবি ছিনিয়ে নেওয়া হচ্ছে। আর এই দৃশ্য বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন বাস ডিপো সংলগ্ন এলাকার একাধিক মানুষ। এই ঘটনা শুধু একদিনের নয়। দিনের পর দিন চলছে। আর এভাবেই অনেক মানুষ হয়রানির শিকার হচ্ছেন। উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল জানান, এ ধরনের অভিযোগ তার কানে এসেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পারভেজ আলম নামে সম্প্রতি মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েতের এক মোটর বাইক আরোহী তার শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসার সময় এ ধরনের ঘটনার সম্মুখীন হন। তার বাইক থেকে চাবি কেড়ে নিয়ে তাকে নিগৃহীত করা হয়। এমনকি অশ্লীল ভাষায় তার স্ত্রী সহ সকলকে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ তুলেছেন তিনি। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই পরিমল সরকার সরকার এসব বিষয় নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন। এবং এ ধরনের অভিযোগের বিষয়ে তিনি কিছুই বলতে চাননি। প্রশ্ন উঠেছে, সঙ্গে অফিসার না থাকলেও কি করে সিভিক ভলেন্টিয়াররা বাইক কিংবা টোটো সহ বিভিন্ন গাড়ির কাগজপত্র খতিয়ে দেখছেন। এমন অভিযোগ তুলেছেন অবশ্যই এলাকার বাসিন্দারা। যদিও অতিরিক্ত পুলিশ সুপার জানান, সঙ্গে অফিসার থাকলেই তবে তারা কাগজপত্র দেখার ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন।
বাইক চেকিং এর নামে যাত্রীদেরকে চরম ভাবে হয়রানি করার অভিযোগ উঠলো সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে
RELATED ARTICLES
Recent Comments
অভিমান
on