7/1/2019, স্বপন পাল : আজ উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার বিহিনগরে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ আহত হন ৪ জন। WB 60 K 1323 নম্বরের একটি স্করপিও গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়
WB-26 T 3761 নম্বরের একটি হুন্ডাই গাড়ির। স্করপিও গাড়িটি রায়গঞ্জ থেকে আসছিলো এবং অপর গাড়িটি ডালখোলা থেকে আসছিলো । স্থানীয় মানুষ জন সহ ,এক কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার আব্দুল বাসির আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিষ্ট হাসপাতালে পাঠায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান করণদিঘী থানার দুই পুলিশ অফিসার রিদম সাহা , অমিতাভ মুখার্জী ।