১৮/০২/২০১৯, ওয়েবডেস্ক : উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ব্রিজের শিলান্যাস করলেন সাংসদ মহম্মদ সেলিম। চাকুলিয়ার সুরজাপুরের ডিপচোর ও হাসান সংযোগকারী এই সেতু
নির্মাণে ব্যয় হবে আনুমানিক ১০ লক্ষ টাকা যেটি রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিমের সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে খরচ করা হবে।
স্থানীয়রা জানান যে বহু বছর ধরে বর্ষার সময় ছেলে মেয়েদের স্কুল যেতে প্রচুর অসুবিধা হয়। রোগীকে হাসপাতালে নিয়ে যেতে কঠিন সমস্যায় পড়তে হয়। কোথাও যেতে হলে তাদের কমপক্ষে ৬ কিলোমিটার ঘুরে যেতে হয়। এখন ব্রিজ তৈরি শুরু হওয়াতে তাঁরা সবাই খুব খুশি। ব্রিজেটি তৈরী হলে তাঁদের যাতায়াতের সমস্ত অসুবিধা দূর হবে বলে মনে করেন তাঁরা।