17/12/2018, ওয়েবডেস্কঃ সামনে এলো এক ‘পাখন্ডী’ বাবার ভিডিও।যদিও এনার নামটি এখনও জানা যায়নি তবে এক তরুনীর প্রকাশিত এই ভিডিওতে কীর্তি দেখে নানা নামে ভূষিত হচ্ছেন ‘স্বঘোষিত ভ
গবান’।
আশ্চর্যের বিষয় হল মহিলারা সব কিছু জেনে শুনেও কি করে এই ধরনে ঘৃণ্য মানুষগুলোকে গুরুর মর্যাদা দিয়ে নিজেদের অবমাননার শিকার করেন। বারংবার ভন্ড বাবাদের নোংরামি খবরের শিরোনামে আসছে।আশারাম,রামরহিম, নিত্যানন্দদের মতো ভন্ড বাবাদের আশ্রয় হয়েছে শ্রীঘরে।তবুও কেন এখনও মহিলাদের একটা বড় অংশ এই ‘বাবা’দের কাছে যাচ্ছেন তা সত্যিই ভাবনার বিষয়।