২১/০১/২০১৯, স্বপন পাল : উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের সুরঙ্গপুরের কাছে যাত্রীবাহী বাসের সাথে ধান বোঝাই লরির সংঘর্ষে জখম হলেন প্রায় ৫০ জন মতো যাত্রী । বাসটি হেমতাবাদ থেকে আসছিলো ধান বোঝাই গাড়িটি বিষ্ণুপুর থেকে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়
বাসটিতে বেশ কিছু যাত্রী সহ স্কুল পড়ুয়া ছিলো। দুর্ঘটনাগ্রস্থ যাত্রীদের হেমতাবাদ ব্লক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায় স্থানীয়রা , কয়েক জন যাত্রী জখম বেশি হওয়ায় তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটিকে আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ ।