18/12/2018,ওয়েবডেস্ক: কৃষি ঋণ মুকুব সহ ১৪ দফা দাবিতে বামপন্থী সংগঠনগুলির পক্ষ থেকে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর শিলিগুড়ির কাছে মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয়-উত্তরকন্যা ঘেরাও করা হবে বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে।
ওই দিনের অভিযানকে সাফল্য মণ্ডিত করতে হাটে-বাজারে প্রচার চালাচ্ছে বামপন্থী সংগঠন। এমনই এক মিছিল ও পথসভা করা হয় রাজগঞ্জের পাগলাহাটে। সভায় কৃষকসভার রাজগঞ্জ ব্লক কমিটির সম্পাদক জ্যোতি রঞ্জন রায় বলেন, মধ্যপ্রদেশে এবং ছত্রিশগড়ের কংগ্রেস সরকার যদি কৃষি ঋণ মুকুব করতে পারে, তাহলে এরাজ্যের তথাকথিত জনদরদি মুখ্যমন্ত্রী কেনো পারবেন না। তিনি বলেন, কৃষি ঋণ মুকুব সহ ১৪ দফা দাবিতে তারা হাট ও জনবহুল এলাকায় মিছিল ও সভা করা হচ্ছে। আগামী ২৭ ডিসেম্বর শিলিগুড়ির দাগাপুর থেকে কৃষকরা মার্চ করে এসে উত্তরকন্যা ঘেড়াও করা হবে। উপস্থিত ছিলেন কৃষক সভার সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত কমিটির সম্পাদক অমূল্য শর্মা, গ্রাম পঞ্চায়েত সদস্য ভাগ্যধর রায়, সৌকত আলি প্রমুখ।