4/1/2019, ওয়েবডেস্ক: পালিয়ে যাবার চারদিনের মাথায পর ধরা পড়ল বেঙ্গল সাফারির চিতাবাঘ সচিন। চলতি বছরের প্রথম দিনেই সাফারির ঘেরাটোপ থেকে পালিয়ে গেছিল চিতাবাঘটি। আজ বনকর্মীদের পাতা ফাঁদে ধরা পড়ে সে। বেঙ্গল সাফারির ভারপ্রাপ্ত ডিরেক্টর
রাজেন্দ্র জাখর বলেন, “চিতাবাঘটি ধরা পড়েছে। তাকে নাইট শেল্টারে ফেরানো হচ্ছে।”এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচেন সংলগ্ন দোমাইল ও শালুগাড়ার শঙ্কিত বাসিন্দারা।