১৪/১১/১৮,ওয়েবডেস্ক, মুতাহার কামাল: হাজার হাজার মানুষের চোখের জলে শেষ বিদায় চোপড়ার তিনবারের বিধায়ক, সি পি আই (এম) জনপ্রিয় নেতা মহমুদ্দিন সাহেবকে। মঙ্গলবার দুপুরে সি পি আই (এম) নেতা চোপড়া বিধান সভা কেন্দ্রের তিন বারের জন্য বিজয়ী বিধায়ক সাবেক পশ্চিম দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য মহমুদ্দিন সাহেবের জীবনাবসান হয়। মৃত্যুকালে বয়ষ হয়েছিলো ৭৮ বছর। তিনি রেখে গেলেন স্ত্রী এবং তিন ছেলে সহ অসংখ্য গুনমুগ্ধদের। মৃত্যুর দিন পর্যন্ত পার্টির চোপড়া ২ নং এরিয়া কমিটির সদস্য ছিলেন। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তাঁর। সারাভারত কৃষক সভার উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্যও ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে মহমুদ্দিন সাহেবের মৃত্যুর খবর পৌছানো মাত্রই চোপড়া ব্লকের চুটিয়াখোড়, লক্ষীপুর, হপতিয়াগছ, দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার রাতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ পিয়াজপোখর গ্রামে আসে। নিজ বাড়ির সামনেই রাখা হয় মরদেহ। বুধবার সকাল থেকেই মানুষের ঢ্ল নামে। বেলা বাড়ার সাথে সাথে হাজার হাজার মানুষের চোখের জলে নিজভূমিতেই দেহ কবরস্থ হয় মহমুদ্দিন সাহেবের দেহ।
হাজার হাজার মানুষের চোখের জলে শেষ বিদায় চোপড়ার জনপ্রিয় বিধায়ককে
RELATED ARTICLES
Recent Comments
অভিমান
on